আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ও বুধবার 2 দিনে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনীর পায়েলের। পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ। পায়েলকে বাইরে থেকে আনা হয়।বয়স ছিল ১৭ বছর। অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হল গতকাল। নাম রূপা।রূপার বয়স ২১ বছর।রূপার জন্ম হয় এখানেই। রূপা সাদা বাঘ।
৩ জন পশু চিকিৎসক দের দল গঠন হয়েছে ।তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু। সূত্রের খবর বয়স হয়েছিল সেই বয়স জনিত কারণেই মৃত্যু। তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
পায়েলকে আনা হয় 2016 সালে উড়িষ্যার নন্দন কানন থেকে।
রূপা 2004 সালে জন্ম। বাবার নাম অনির্বাণ,মায়ের নাম কৃষ্ণ।
ভিসেরা পরীক্ষা করা হবে
তদন্ত কমিটি গঠন।
Leave a Reply