বুলবুলচণ্ডীর কুমোরটুলিতে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা, সমস্যায় মৃৎশিল্পীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আর মাত্র হাতেগোনা কয়দিন তারপরে অবাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। বুলবুলচন্ডী অঞ্চলে মধ্যেমকেন্দুয়া কুমোরটুলির নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।দিনরাত এক করে প্রতিমা তৈরীর কাজ জোর কদমে চলছে। মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এ বছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ।এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দুটি থিমের প্রতিমাসহ মোট ১৬ টি প্রতিমা তৈরি করেছেন। দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ । কিন্তু এবার দুর্গা পুজোর আগে।মৃৎশিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হছে।যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাছে তার ফলে সমস্যা পড়তে হচ্ছে শিল্পীদের। সেভাবে মিলছেনা মাটি,শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকাই সমস্যা পড়তে হচ্ছে। উৎপল সিংহ বলেন রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলের পাচ্ছেন ভাতা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোন ভাতা নেই।নিজের উপার্জনে উপর সংসার চালাতে হচ্ছে। শিল্পীদের একদিন অসুস্থ বা এক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের।মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাদের মৃৎশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করেদিলে রাজ্য সরকার তাহলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের অনেকের জীবন বাচবে শিল্পীদের শরীরে যতদিন শক্তি টিকে থেকে কাজ করতে পারে, অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার মত আর কেউ থাকেনা মৃৎশিল্পীদের রাজ্য সরকারের তরফ থেকে ভাতা দেয়ার ব্যবস্থা করলে উপকৃত হবে শিল্পীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *