বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ওবিসি দের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চের। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে।
দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চের জেলা কনভেনার সঞ্জীব কুমার সরকার জানান, রাজ্য সরকার সংখ্যালঘু তোষণ করছে। প্রকৃত ওবিসি দের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রকৃত ওবিসিদের সুযোগ সুবিধা দেওয়া সহ ওবিসি(এ) বাতিলের দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে, পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে ওবিসি অধিকার রক্ষা মঞ্চ।
জেলাশাসকের দপ্তরের সামনে ডেপুটেশন, পথে দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চ।

Leave a Reply