দক্ষিণেশ্বর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
চোখে-দেখা সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটে প্রায় দুপুর আড়াইটে নাগাদ। দুই দল ছাত্র মেট্রো করে স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে বেরোনোর আগে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তর্ক ঝগড়ায় পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন এক ছাত্র নাকি ছুরি বের করে তার বন্ধুকে আঘাত করে। মুহূর্তের মধ্যে রক্ত মেঝেতে ছিটকে পড়ে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ছাত্রকে দ্রুত বারানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও চিকিৎসার সময়ই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্টেশন এলাকা ঘিরে ফেলে। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, যাতে হামলায় জড়িতদের শনাক্ত করা যায়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে রক্তের দাগ স্টেশনের নন-টিকিটিং জোনে পাওয়া গেছে।
Leave a Reply