হুগলি, নিজস্ব সংবাদদাতা:- হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জীর তত্ত্বাবধানে অভিযান চালানো হলো খানাকুল থানার নতিবপুর গ্রামের বরখানতলায়।
অভিযানে শুধু বাজি কারখানাই নয়, এলাকাবাসীর একাধিক বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। পুলিশ জানিয়েছে—বাড়ির আলমারি, ছাদ এবং উপরের পারণ ঘেঁটে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয়েছে ।
মোট উদ্ধার হয়েছে প্রায় ১৫০ কেজি বাজি এবং বাজি তৈরির নানা উপকরণ ।
পুলিশের বক্তব্য, বেআইনি বাজি মজুত রাখা এলাকার মানুষের জীবনের জন্য বিপজ্জনক। তাই মানুষকে সুরক্ষিত রাখা এবং বেআইনি কারবার রুখতেই এই অভিযান ।
পুলিশি সূত্রে জানা যায় এই অভিযান আগামদিনেও চালু থাকবেন ।
Leave a Reply