পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এস ভি এফ এর ধ্রুব ব্যানার্জী প্রযোজিত বাংলা সিনেমা রঘু ডাকাত, যার মূখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা স্বয়ং দেব। এই সিনেমার প্রমোশন ইতিমধ্যে শুরু করেছেন জেলায় জেলায় গিয়ে। তার মাঝেই এদিন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শের পাঞ্জাব হোটেল গ্রাউন্ডে প্রমোশন করলেন তিনি। শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ছিপ ফেলে মাছ ধরলেন, এমনকি ঘোড়ায় চড়ে নিজের ছবির প্রমোশন করলেন অভিনেতা দেব। সঙ্গে ছিলেন রঘু ডাকাত সিনেমার অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীরা। ইতিমধ্যেই এই সিনেমা গ্রামবাংলায় সাড়া জাগাতে শুরু করেছে, রঘু ডাকাত চরিত্রে অভিনয় করে মানুষের মন কেড়ে নিয়েছেন বাংলা সিনেমার অন্যতম অভিনেতা দেব। রঘু ডাকাত টিমের ফুল টিম বাসে করেই প্রমোশনে এলেন কোলাঘাটে। প্রোডাকশন হাউসের রঘু ডাকাত সিনেমার বাসে করেই ফুল টিম নিয়ে প্রমোশনে করলেন অভিনেতা দেব।
রঘু ডাকাত সিনেমার প্রমোশনে পূর্ব মেদিনীপুরে অভিনেতা দেব সহ রঘু ডাকাত সিনেমার অভিনেতা অভিনেত্রীরা।

Leave a Reply