পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- ১৯শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সাড়ম্বরে পালিত হল “হো” ভাষা তথা “ওয়ারাংচিতি” লিপির স্রষ্টা গুরু লাকো বদরার ১০৬তম জন্মজয়ন্তী। নারায়ণগড় বিধানসভার অন্তর্গত হোসেনপুর গ্রামে অনুষ্ঠিত এই মহোৎসবের আয়োজন করে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ, নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন, পটাশপুর মানকি মুডা-হাতু মুডা কমিটি (দক্ষিণ জোন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার মাননীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট মহাশয়, নারায়ণগড় ব্লক সভাপতি, বাখরাবাদ ১৩ নং গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই, সহ-সম্পাদক অনন্ত সিং মুডা, কোষাধ্যক্ষ গৌতম সিজুই, সহ-কোষাধ্যক্ষ মদন তিরিয়া, অবিভক্ত মেদিনীপুর জেলা মুডা কমিটির সভাপতি সদানন্দ মুডা, দিউরি সুনীল চাতার, জেলা সুসারিয়া রবি দিঘি, জেলা যাত্রা দিউরি, এবং দাসপুর ১ ও ২ নং ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক রাজু বাঁডরা।
নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন, পটাশপুর ব্লকের মানকি মুডা হাতু মুডাগণ – সুকুমার গাগরাই, রবি চাতার, স্বাধীন হেমরম, অনিল হেমরম, নারায়ন সুন্ডী, কালিপদ পিঙ্গুয়া, কার্তিক পূর্তি, রাজু হেমরম, রাম বারি ও বিরেন শয় প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।
প্রায় ১২০০ জন আদিবাসী হো সম্প্রদায়ের মানুষ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা গুরু লাকো বদরার অবদান স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণের বার্তা দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর হো সম্প্রদায়ের মানুষ উৎসব পালন করেন।
Leave a Reply