
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পতিরামের তালতলামোড় দিঘির পাড়ার এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো সমাজসেবী সংগঠন পতিরাম নাগরিক ও যুব সমাজ। দীর্ঘদিন ধরে দারিদ্র্যের কারণে চরম দুর্দশায় দিন কাটাচ্ছিল পরিবারটি। স্যাঁতসেঁতে মাটিতে ত্রিপালের উপর অসুস্থ বয়স্কা মহিলা, তার মেয়ে এবং দুই নাতি-নাতনি রাত কাটাতেন। কিছুদিন আগে স্থানীয় রাজনৈতিক দলের উদ্যোগে টিনের ঘর তৈরি হলেও বিছানা কিংবা প্রয়োজনীয় জিনিসের অভাব থেকেই গিয়েছিল।
এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে গতকাল শিশুদের নতুন পোশাক প্রদান করা হয়। আজ আবার সমাজসেবী সংগঠনটি তাদের হাতে তুলে দিল একটি নতুন চৌকি, চারটি বালিশ, একটি তোশক, একটি বিছানার চাদর এবং একটি মশারি। শুধু তাই নয়, চৌকিতে বিছানা সাজিয়ে দিয়ে পরিবারটির দীর্ঘদিনের কষ্ট কিছুটা লাঘব করলেন সংগঠনের সদস্যরা।
পরিবারটির খাদ্য সমস্যার কথাও মাথায় রেখে সংগঠনের তরফে এক মাসের রেশন সামগ্রী—চাল, ডাল, সয়াবিন, তেল, বিস্কুট, সাবান, ফল, হরলিক্স এবং লবণ প্রদান করা হয়েছে।
সংস্হার সদস্যরা জানিয়েছেন, এই সহায়তা সাময়িক স্বস্তি দিলেও পরিবারের খাদ্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। সমাজসেবী এই পদক্ষেপ এলাকায় প্রশংসিত হয়েছে এবং একাধিক স্থানীয় মানুষ জানিয়েছেন, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনটি সত্যিকারের মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।












Leave a Reply