
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – বুনিয়াদপুর পৌরবাসীর বহুদিনের চাহিদা পূরণ, বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে টাঙ্গন নদীর ঘাটে বিদ্যুৎ চালিত অটোমেটিক প্রতিমা নিরঞ্জনের হাইড্রোলিক মেশিনের শুভ উদ্বোধন হলো মহা নবমীর দিনে। হাইড্রোলিক মেশিনের শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র। বুধবার দুপুরে নারিকেল ফাটিয়ে এবং ফিতে কেটে এই মেশিনের শুভ উদ্বোধন করা হয়।
বেশ কয়েক বছর যাবত বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে ৯ নাম্বার ওয়ার্ড-এ টাঙ্গন নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়ে আসছে,তবে এতদিন প্রতিমা নিরঞ্জন করা হতো মানুষের সাহায্যে। বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার ও উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডুর ঐকান্তিক প্রচেষ্টায় আনুমানিক ১৭ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ চালিত অটোমেটিক প্রতিমা নিরঞ্জনের হাইড্রোলিক মেশিনের শুভ সূচনা হল এদিন। এর ফলে মানুষের সাহায্য ছাড়াই মেশিনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা যাবে খুব সহজেই।
এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, বুনিয়াদপুর পৌরসভার আধিকারিকগণ সহ অগণিত পৌরবাসী।












Leave a Reply