
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীপুজোর সূচনা হলো শুক্রবার কাঠামো পুজোর মধ্য দিয়ে। প্রাচীন রীতি মেনে এদিন বোল্লা মন্দির সংলগ্ন পুকুর থেকে কাঠামো তুলে এনে দুধ দিয়ে ধুয়ে পূজার আয়োজন করা হয়। গত রাত থেকেই মন্দির ঘাট থেকে চত্বর পর্যন্ত ফুলের সাজে সেজে ওঠে সমগ্র এলাকা। ভক্তদের ভিড়ে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এই ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠিত হয়। এবছর ৭ নভেম্বর থেকে শুরু হবে পূজা ও চার দিনের বিশাল মেলা। পুজো উপলক্ষে ভিন রাজ্য ছাড়াও বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকেও অসংখ্য ভক্ত আসেন। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পুজো ও মেলায় প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, কাঠামো পুজো ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পুজো ও মেলার সফল আয়োজনে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে কমিটি। কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই প্রাচীন ঐতিহ্যের নতুন অধ্যায়, যার অপেক্ষায় এখন গোটা উত্তরবঙ্গ।












Leave a Reply