
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ এর উপর আক্রমনের ঘটনায় বালুরঘাটের মঙ্গলপুরে পথ অবরোধ বিজেপির বিজেপির জেলা নেতৃত্বের।।
জানাজায় গতকাল নাগরা কাটা এস টি বিধায়ক ও শংকর ঘোষ নাগরা কাটা এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবার সময় তৃণমূল আশ্রিত একদলদুষ্কৃতী অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় এবং মারধর করে তাদের মাথা ফাটিয়ে দেয়।উত্তরবঙ্গে তৃণমূল আছে তো এই দুষ্কৃতীদের বিরুদ্ধে মাননীয়া মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন সকাল থেকে বালুরঘাটে হিলি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি জেলা নেতৃত্ব। এই বিক্ষোভ উঠানোর জন্য ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানা যায়।












Leave a Reply