দক্ষিণ দিনাজপুরে সরাই হাট বিপ্লবী ক্লাবের ৪৮ তম শ্যামা পূজার খুঁটি পূজা সম্পন্ন, শুরু পুজোর প্রস্তুতি ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণ, ঢাকের তালে আর ভক্তিমূলক পরিবেশে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের অন্যতম ঐতিহ্যবাহী সরাই হাট বিপ্লবী ক্লাবের ৪৮ তম শ্যামা পূজার প্রস্তুতি। বুধবার সকালে খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এ বছরের পূজোয়াত্রার।

উদ্বোধনের শুভক্ষণে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, যিনি পূজার খুঁটির পূজার্চনা করে অনুষ্ঠানটির সূচনা করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের কর্মকর্তারা।

দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সরাই হাট বিপ্লবী ক্লাব দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় শ্যামা পূজার আয়োজন করে আসছে। এলাকার মানুষদের কাছে এটি শুধু একটি পূজা নয়, বরং মিলনমেলা ও ঐতিহ্যের প্রতীক। এ বছর পূজার থিম হিসেবে নেওয়া হয়েছে “ময়ূরের আদল”, যার রঙিন প্যান্ডেল ও সৃজনশীল কারুকাজ ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। মাতৃ প্রতিমায় থাকছে সাবেকি ঢঙে শ্যামা মায়ের রূপায়ণ, যা দর্শকদের মনে আনবে পুরনো দিনের সেই পুজোর আবহ।

আলোসজ্জায়ও থাকছে বিশেষ চমক — আধুনিক এলইডি লাইটের সঙ্গে ঐতিহ্যবাহী আলোর সংমিশ্রণে তৈরি হবে এক স্বপ্নময় পরিবেশ।

তবে সরাই হাট বিপ্লবী ক্লাবের পরিচিতি কেবল পুজোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরজুড়ে তারা নানান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, শিক্ষা সামগ্রী বিতরণ, এবং দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো — সব ক্ষেত্রেই এই ক্লাবের ভূমিকা প্রশংসনীয়।

ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের শ্যামা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করার উৎসব।”

এই খুঁটি পূজার মাধ্যমে এখন শুরু হয়েছে পূজোর মূল প্রস্তুতি— প্রতিমা গঠন, প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা। আগামি দিনগুলোয় ব্যস্ততার মধ্যেও আনন্দের ছোঁয়া নিয়ে সরাই হাট বিপ্লবী ক্লাব প্রস্তুত হচ্ছে জেলার অন্যতম শ্রেষ্ঠ শ্যামা পূজা উপহার দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *