পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেচেদা স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির,প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন RPF কিমিদি সুমাথি,স্বর্ণপদক দিয়ে পুরস্কার প্রদান রেলমন্ত্রীর।
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা স্টেশনে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করল এক ব্যক্তি, প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তির প্রাণ বাঁচালো RPF কিমিদি সুমাথি, এরপর ওই RPF কে স্বর্ণপদক দিয়ে সম্মান জানালো কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আর এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট খুশির হাওয়া মেচেদা স্টেশন এলাকা জুড়ে।
মেচেদা স্টেশনে আত্মহত্যার চেষ্টা, প্রাণপণ লড়ে যাত্রীর প্রাণ বাঁচালেন RPF কিমিদি সুমাথি।

Leave a Reply