দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের কুন্ডু কলোনির গৌর গিরিধারী মন্দিরে আজ অন্নকুট মহোৎসবের আয়োজন করা হয়। অন্নকুট উপলক্ষ্যে আজ ভোর থেকে গৌর গিরিধারী মন্দিরে মহোৎসবের আয়োজন শুরু হয়। আজ নানা পদে গিরিধারীর ভোগের পাশাপাশি দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি, ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের পাশাপাশি গিরিরাজ পরিক্রমার পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে, এমনটাই জানালেন গৌর গিরিধারী মন্দিরের সেবাইত গৌর দাস।
বালুরঘাটের কুন্ডু কলোনির গৌর গিরিধারী মন্দিরে অন্নকুট মহোৎসব ।

Leave a Reply