মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- — বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। মৃতরা হলেন সঞ্জয় মার্ডি (২৬), বাড়ি শিমুলঝুড়ি; এবং নগেন কিস্কু (২৩), বাড়ি কাঠালবনপুর। সম্পর্কে দু’জন ভাইরা ভাই (আত্মীয়)
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৪-৫ দিন আগে নতুন মোটরবাইক কিনেছিলেন তারা। সকালে জাজইল অঞ্চলের হরিনাথপুর এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সেখানে শ্বশুর বাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন। ফেরার পথে কাতলা পুকুর খারির কাছে স্টার্নিং কাটতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা লাগে এরপর রাস্তার ধারে থাকা নয় তুলিতে দুই জনাই ছিটকে পড়ে।
স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক অনুমান পুলিশের, গাছে ধাক্কা লেগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে ও গোটা এলাকায়।
Leave a Reply