
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- আলিপুরদুয়ারে খবর সংগ্রহে গিয়ে নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হন সাংবাদিক অরিন্দম সেন।ওই ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামলেন সাংবাদিকরা। রবিবার আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব ও আলিপুরদুয়ার টাউন প্রেস ক্লাবের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় শহর আলিপুরদুয়ারে। এদিন প্রেস ক্লাব চত্বর থেকে ওই মিছিলটি বেরিয়ে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ওই ঘটনার তীব্র নিন্দা করেন সাংবাদিকরা। উল্লেখ্য, গত বুধবার রাতে আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে, পুলিশ ধরপাকড় শুরু করে। সেই সময় অরিন্দম সেন ঘটনার ভিডিও রেকর্ডিং করতে গেলে, তাঁকে বাধা দেন এক মহিলা পুলিশ কর্মী। জোর করে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অরিন্দম তাঁর পরিচয়পত্র দেখালে, আরও ক্ষিপ্ত হয়ে উঠে তাঁকে চড় মারেন ওই মহিলা পুলিশকর্মী। ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে, তাঁদেরও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন ওই মহিলা পুলিশ কর্মী। এদিকে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন জায়গার সাংবাদিকরা।বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের সম্পাদক অম্লানজ্যোতি ঘোষ বলেন, “ঘটনার তীব্র নিন্দা করছি।কর্তব্যরত সাংবাদিকের উপর পুলিশি হামলা কোন সভ্য সমাজ মেনে নেবে না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, অরিন্দম সেনের উপর হামলাকে আপনারা উপেক্ষা বা অবজ্ঞা করবেন না। যত দ্রুত সম্ভব ওই মহিলা আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিন। আমাদের এই একটাই দাবি।”












Leave a Reply