
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বেআইনি টোটো রুখে দেওয়াই টার্গেট। সেই লক্ষ্যে টোটোর রেজিস্ট্রেশন শুরু করেছে রাজ্য সরকার। সরকারি নিয়ম মেনে টোটোর রেজিস্ট্রেশন না করালে রাস্তায় নামা বন্ধ হয়ে যাবে। সেই টোটোকে ব্যান করবে মেদিনীপুর পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় পুরসভার তরফে এবিষয়ে মাইকিং শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, টোটোর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এর রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন না করলে রাস্তায় টোটো নামতে দেওয়া হবে না। সরকারি নিয়ম সকলকে মেনে চলতে হবে।
প্রশাসনের আধিকারিকরা জানান, মেদিনীপুর শহরে প্রচুর সংখ্যক বেআইনি টোটো চলাচল করে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শুধু মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় প্রায় ৬০০০ টোটো চলে। সরকারি নির্দেশ অনুযায়ী টোটোর রেজিস্ট্রেশন করতে ১৭০০ টাকা খরচ হচ্ছে। প্রসঙ্গত, প্রাচীন শহর মেদিনীপুরে অলিগলির সংখ্যা বেশি। শহরে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর সংখ্যাও। অগত্যা যানজট সমস্যার সমাধান করতে গিয়ে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। জানা গিয়েছে, বহু টোটোর বৈধ কাগজপত্র নেই। এমনকী, চালকরা প্রশিক্ষণপ্রাপ্ত নন। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, শহরে সারাদিনে প্রায় ৩০০০ টোটো চলাচল করে। তারমধ্যে প্রায় দেড় হাজার টোটো মালিক বা চালক শহরের বাসিন্দা। বাকি টোটোগুলি গ্রাম থেকে আসে। মূলত শালবনী, মেদিনীপুর সদর ব্লকের একাধিক গ্রাম থেকে প্রচুর টোটো শহরে ঢোকে। স্থানীয় বাসিন্দা রাহুল দাস বলেন, মেদিনীপুর শহরের স্কুল বাজার, বড় বাজার, জগন্নাথ মন্দির চক, কালেক্টরেট মোড়, তাঁতিগেড়িয়া, বিদ্যাসাগর মোড়, গান্ধীর মোড়, বটতলা সহ একাধিক এলাকায় সবচেয়ে বেশি যানজট হয়। তারজন্য অন্যতম দায়ী টোটো। খুব বেশি পুরনো টোটোও শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য টোটো চালকদের আইডেন্টিটি কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে। টোটো চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। তাহলে দুর্ঘটনাও কম হবে। টোটোচালক স্বপন মণ্ডল বলেন, রেজিস্ট্রেশন করতে আপত্তি নেই। কিন্তু রেজিস্ট্রেশন বাবদ টাকার পরিমাণ অনেকটাই বেশি। কারও কাছ থেকে টাকা ধার নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। মেদিনীপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি গোপাল খাটুয়া বলেন, টোটোচালকদের পাশে প্রশাসন সর্বদা থাকবে। সকল টোটোচালককে সরকারি নিয়ম মেনে চলতে হবে। একজন চালকও যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। মেদিনীপুরের রাস্তায় টোটোর দৌরাত্ম্য।












Leave a Reply