
নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট, সোমবার:- আজ সোমবার বালুরঘাট জুড়ে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছটপুজো। আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকেই ছটব্রতিদের ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস রত থেকে নদীর ঘাটে পূজা সামগ্রী সাজিয়ে রাখেন।
ছটব্রতিদের সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা। আত্রেয়ী সদরঘাট, কংগ্রেস ঘাট, ত্রিনাথ ঘাট ও খিদিরপুর ঘাটসহ একাধিক ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘাটে থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র, যাতে কেউ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পান।
পুরসভা সূত্রে জানা গেছে, প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নদীতে এ বছর জল কিছুটা বেশি থাকায় ঘাটগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্স, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও স্পিডবোট ঘাটে রাখা হয়েছে, যাতে কোনো বিপত্তি না ঘটে।
রবিবার দুপুরে প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক আত্রেয়ী নদীর সদরঘাট পরিদর্শনে এসে ঘাটগুলির নিরাপত্তা, আলোর ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন।
এদিকে, আজ সকালে বালুরঘাট তহবাজারে ছটপুজো উপলক্ষে ফলমূল, পূজার সামগ্রী ও নৈবেদ্য কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিকেলে সূর্যাস্তে ও আগামীকাল ভোরে সূর্যোদয়ে আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে আরাধনা।
বালুরঘাটের এক পুরোহিত জানালেন, ছটপুজো হল সূর্যদেব ও ঊষাদেবীর আরাধনা। এটি শুদ্ধতা, আত্মসংযম ও পারিবারিক কল্যাণের প্রতীক। ভক্তরা উপবাস থেকে নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন—এই দৃশ্যই এই পুজোর মূল আকর্ষণ।
শহরজুড়ে তাই আজ এক অনন্য উৎসবমুখর পরিবেশ, যেখানে মিলেমিশে গেছে ধর্ম, ভক্তি ও ঐক্যের আবহ।












Leave a Reply