
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —মালদার গাজোলে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এল ধাতব পিস্তল! বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি উপরে তুলতেই দেখা যায় তা ধাতব পিস্তল। তবে আসল পিস্তল নাকি এয়ারগান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজোল থানায়। খবর পেয়েই গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায়। এবং পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।












Leave a Reply