
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —– বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল। এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান। তবে এদিন আগের জেলাশাসক নীতিল সিংহানিয়া বদলি হাওয়া যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিংয়ের সামনে এসে জমায়েত হন। এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও নতুন এবং পুরনো জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া। তাঁকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে । নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে ।












Leave a Reply