
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- উচ্চ শিক্ষিত মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত! তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। তার বাঁচার প্রবল ইচ্ছা থাকলেও, বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা। অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা। তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছেই সাহায্যের করুণ আর্তি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মন্ডল। বর্তমানে সুপ্রিয়ার বয়স ২৫শের কোঠায়। বাবার নাম অজিত কুমার মন্ডল। পেশায় এক সাধারণ দর্জি। মায়ের নাম মাধবী মন্ডল। বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে। তাই অজিতবাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলেন। এম.এস.সি পাশ করান। কিন্তু তারপরে হঠাৎ করেই তার স্বপ্নভঙ্গ হয়। ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে মারণ ব্যাধি ক্যান্সার থাবা বসিয়েছে ধরা পড়ে। যা জানতে পেরেই অজিতবাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন। বাড়ির ঘটিবাটি বেচে মেয়েকে সুস্থ করার তোলার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি। মারণ ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করতে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন। কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভবপর নয়। কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা। তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান। তাতে যৎসামান্য সাহায্য মিললেও, সেই সাহায্যে সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভবপর নয়। তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছেই সুপ্রিয়া এবং তার পরিবারবর্গ সাহায্যের করুণ আর্তি জানিয়েছেন।












Leave a Reply