
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –বোনের মৃত্যুর খবর পেয়ে মৃত বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন দিদি। কিন্তু বোনকে দেখা হলো না। বোনের বাড়ির আসার সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দিদির। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার করকচ অঞ্চলের ভালুকডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃতার নাম নূরজাহান বিবি। বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। এদিন সকালে ভালুকডাঙ্গায় তার বোনের মৃত্যু হয়। এই খবর পেয়ে দিদি নূরজাহান বিবি বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভালুকডাঙ্গার কাছেই তিনি রেল লাইন পার হতে যান। ওই সময় মালদা-বালুরঘাটগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। যা জানতে পেরে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। তারা মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।












Leave a Reply