
নিজস্ব প্রতিনিধি, বুনিয়াদপুর:- বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার প্রশাসনে এল বড় রদবদল। পুর প্রশাসকের পদ থেকে কমল সরকারকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হল সমীর সরকারকে। পাশাপাশি সহ পুর প্রশাসক পদে নিয়োগ পেলেন টিংকু পাল, যিনি জয়ন্ত কুন্ডুর স্থলাভিষিক্ত হলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। শহরের উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।












Leave a Reply