
মালদহ, নিজস্ব সংবাদদাতাষ:- ভোট আসলেই বঙ্গ রাজনীতিতে দলবদলের হিড়িক ওঠে। বিশেষ করে বঙ্গ রাজনীতির দুই জুজুধান পক্ষ একে অপরের দল ভাঙ্গিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করে। তা হেবিওয়েট নেতা দিয়ে হোক বা কর্মীদের দিয়ে। অনেকটা যেন বাংলার ফুটবল ময়দানের দলবদলের মত। এবার বিজেপির গড় পুরাতন মালদহে তৃণমূলের যোগদান কর্মসূচি। বিজেপির শ্রমিক সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী যোগ দিলো তৃণমূলে। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি হয় পুরাতন মালদহের একটি বেসরকারি হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রমুখ। মূলত, পুরাতন মালদহের শহর এবং গ্রামীণ এলাকার শ্রমিক সংগঠনের সাংগঠনিক সভাতে এই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল নেতৃত্বের দাবি একদিকে বিজেপির মিথ্যাচার অন্যদিকে তৃণমূলের উন্নয়ন। সেই মিথ্যাচার বুঝতে পেরে যোগদানকারীরা এদিন তৃণমূলে এসেছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলেও আশা করছে ঘাসফুল শিবির। মূলত সাম্প্রতিক কয়েক বছর ধরে পুরাতন মালদহ বিজেপির দুর্ভেদ্য ঘাটি। সেই জায়গায় ভোটের প্রাক্কালে এই যোগদান শাসকের পালে কতটা হাওয়া দেয় তা বলবে সময়। যদিও এই যোগদান সম্পূর্ণ ভুয়ো যোগদান বলে দাবি বিজেপির। তৃণমূল নিজেদের লোকেদেরই যোগদান করিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।












Leave a Reply