
মালদা, গাজোল, নিজস্ব সংবাদদাতা :– মঙ্গলবার দুপুরে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরির্দশন করলেন জেলাশাসক ডক্টর প্রীতি গোয়েল। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায়, গাজোল থানার আইসি
আশীষ কুন্ডু সহ অন্যান্যরা। জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে গাজোল স্টেট জেনারেল উদ্বোধন করেন। তারপর থেকে ধাপে ধাপে হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠে। এদিন হাসপাতালে এসে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেখানকার সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। তাঁরা বেশ কিছু পরামর্শ দেয় । সেগুলি জেলা প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দেন।












Leave a Reply