
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের উনসানি সর্দারপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় একটি ক্লাবের বাইরে ঝুলছে তৃণমূল কংগ্রেসের ব্যানার— “বাংলার ভোট রক্ষা শিবির” এবং “এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির”— আর সেই ক্লাবের ভেতরেই বসে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম বিলি করছেন এক বিএলও!
রবিবার সকালে এই দৃশ্য দেখা যায় উনসানির ২ নম্বর বুথ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএলও শেখ খাজা খইরুল ইসলাম ওই ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজে হাতে ফর্ম দিচ্ছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ ও অন্যান্য কর্মীরা। তবে আশ্চর্যের বিষয়, বিরোধী দলের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা। কিন্তু কেন তিনি রাজনৈতিক দলের ব্যানারঘেরা ক্লাব থেকে ফর্ম বিলি করছিলেন, সেই প্রশ্ন উঠছে এলাকায়।
এ বিষয়ে বিএলও শেখ খাজা খইরুল ইসলামের বক্তব্য, “আমি ওখানে বসে ফর্ম বাছাই করছিলাম। তখন আশেপাশের কয়েকজন বাসিন্দা এসে সুবিধার জন্য ফর্ম নিয়ে যান। বাইরে যে ব্যানার ছিল, সেটা আমি খেয়াল করিনি।”
তৃণমূলের বিএলএ জানান, “বিএলও বাড়ি বাড়ি গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁকে ক্লাবে বসতে বলেন। সেখানেই প্রায় পঞ্চাশজনকে ফর্ম দেওয়া হয়েছে। কে বাইরে ব্যানার টাঙিয়েছে, সেটা আমরা জানি না।”
অন্যদিকে, বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ, সরকারি কাজের নামে তৃণমূল তাদের দলীয় কর্মসূচির আড়ালে ভোটার এনুমারেশন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।











Leave a Reply