
হুগলি, নিজস্ব সংবাদদাতাঃ- হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেনের নির্দেশে আরামবাগ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্ত্তীর টহল খানাকুল থানার বর্ডারে । একদিকে হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়েরঘাট খেয়া ঘাট, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুর এর ঘাটাল দাসপুর এলাকা । রূপনারায়ন নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু এখন দুই জেলার একমাত্র মেল বন্ধন সেতু । দুই জেলার খানাকুল বর্ডারে নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে সরেজমিন পৌছালো আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী , সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জী । মেল বন্ধনের সেতুর উপরে হেঁটে নিরাপত্তা ক্ষতিয়ে দেখলেন । পুলিশ দেখে প্রথমে চিন্তিত হয়ে গেলো গোটা গ্রাম, কারণ বর্ডারে পুলিশের নজরদারি দেখার জন্য এর আগে এইভাবে কোনো আধিকারিক পৌছানি, পরে গ্রামবাসীরা পুলিশ দেখতে পেয়ে ছুটে আসে কৌতুহলে, পুলিশের সঙ্গে কথা বলে তাদের চিন্তা দূর হয় । এরপর তারা নির্ভয়ে বাড়ি ফেরে । বর্ডারে সিসিটিভি থেকে রাস্তাঘাট সব দিকেই নজরদারি হুগলি গ্রামীন পুলিসের । সাক্ষাৎকারে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী কি জানালেন দেখাবো ।












Leave a Reply