বিস্ফোরণের পর সতর্ক কালনা পুলিশ, শহরজুড়ে হোটেল ও গাড়িতে তল্লাশি অভিযান।

কালনা, পূর্ব বর্ধমান :- দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে কালনা থানার উদ্যোগে শহরজুড়ে চলছে নিরাপত্তা বাড়ানোর তৎপরতা। শনিবার সকাল থেকে কালনা বাসস্ট্যান্ড সংলগ্ন একাধিক হোটেলে তল্লাশি চালায় পুলিশ। হোটেলের রেজিস্টার বুক খতিয়ে দেখা হয় — অন্য রাজ্যের কেউ সম্প্রতি এসেছে বা অবস্থান করছে কিনা, তা যাচাই করেন পুলিশকর্মীরা।

একই সঙ্গে কালনার বৈদ্যপুর মোড়ে শুরু হয়েছে নাকা চেকিং। প্রতিটি গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে, সন্দেহজনক কিছু পাওয়া যাচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

হোটেল মালিকদের একাংশ জানিয়েছেন, “কালনা থানার পুলিশ মাঝেমধ্যেই এই ধরনের চেকিং করে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পর হয়তো আরও সতর্কতা নেওয়া হচ্ছে। পুলিশ এলে আমরা সর্বদা তদন্তে সহযোগিতা করি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে নিরাপত্তা জোরদার করতে এই তল্লাশি অভিযান আপাতত চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *