গাজোলে ২৮তম রাশ উৎসবে জমজমাট জীবন্ত ট্যাবলো, ৭০টিরও বেশি দল অংশগ্রহণ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার গাজোল সার্বজনীন ২৮ তম ঐতিহ্যবাহী রাশ উৎসবকে কেন্দ্র করে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা পরিক্রমা করল গাজোল শহর এলাকা দিয়ে মঙ্গলবার রাত্রিতে। প্রায় ৭০ টা গাড়িতে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা ছিল। বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থীরা এসেছিলেন রাস উৎসবকে কেন্দ্র করে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা দেখতে। রাস্তার দুধারে কাতারে কাতারে দর্শকের সমাগম ছিল চোখে পড়ার মতো 8 থেকে 80 কেউ যায়নি বাদ। পুলিশের নিরাপত্তা ছিল কঠোর। গাজোল সার্বজনীন রাজ উৎসবের জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন যেমন কালিয়াচক চাচোল বামন গোলা সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গাজোল সার্বজনীন রাজ উৎসব কমিটির সেক্রেটারি বিধানচন্দ্র রায় জানিয়েছেন এবছর প্রায় ৭০ অধিক জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রথম স্থান অধিকার করবেন তাকে নগদ ১১ হাজার টাকা দেওয়া হবে। দ্বিতীয় স্থান অধিকার করবেন তাকে সাত হাজার টাকা নগদ দেওয়া হবে। তৃতীয় স্থান অধিকার করবেন তাকে ৬ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও বাদবাকি যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই চার হাজার টাকা করে দেওয়া হবে। বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *