রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী মীর সাহেবের মাজারে নবান্ন উৎসব পালিত।

বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলা রাজনগরে প্রাচীন ঐতিহ্যবাহী হজরত মীর নুরুদ্দিন হুসেইনী ওরফে মীর সাহেবের মাজারে পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার৷ তিন দিন এই গ্রামীণ মেলা পরিচালিত হবে বলে জানান আয়োজকরা৷ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন প্রান্তের ভক্ত অনুরাগীরা এবারও মাজার ও মেলা প্রাঙ্গণে ভিড় করেন৷ মাজারে চাদর চড়ান, সিন্নি চড়ান ভক্তরা৷ সূচনা পর্বে সিন্নি চড়ান মাজারের সেবায়েত রূপে রাজনগর মালিপাড়ার দত্ত পরিবারের সদস্যরা৷ এদিন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, মহম্মদ শরিফ, সেখ নাজু, গাফ্ফার খান, বিতান ধীবর সহ অন্যান্যরা৷ চাদর চড়ান সুকুমার বাবুও৷ মঞ্চে বক্তব্য রাখেন অতিথিরা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের তরফে সেখ মফিজ আলি৷ নবান্ন উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পক্ষ থেকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *