
হিলি, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পশ্চিম আপতোর সীমান্ত এলাকায় আজ শুভ সূচনা হল বহুযুগের ঐতিহ্য বহন করা ১৪ হাত কালি মাতার পুজো ও বার্ষিক মেলার। দীর্ঘদিন ধরে এই গ্রামীণ মেলা ও পূজো শুধু ধর্মীয় আচারই নয়, সীমান্তবর্তী বহু মানুষের মিলনক্ষেত্র হিসেবেও পরিচিত।
ভোর থেকেই গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। মন্দির প্রাঙ্গণে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। পুরুত মহাদেব তিওয়ারি বিশেষ পূজার্চনা দিয়ে পুজোর সূচনা করেন। স্থানীয়দের বিশ্বাস, এই বিশেষ দেবী রূপের আরাধনায় গ্রামের অশুভ শক্তি নাশ হয় এবং সুখ-সমৃদ্ধি নেমে আসে। সীমান্ত এলাকার মানুষও প্রতি বছরের মতো আজ ভিড় জমিয়েছেন দেবী দর্শনে।
পুজোকে কেন্দ্র করে বসেছে মিলনমেলা। দোকান-পাট, খেলাধুলা, গ্রামীণ হস্তশিল্পের সামগ্রী, ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের দোকানে মানুষের উপচে পড়া ভিড়। শিশুদের জন্য নাগরদোলা, ব্রেকডান্স, ট্রেন রাইডে জমজমাট পরিবেশ।
মেলা উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হিলি থানার পুলিশ ও সীমান্তের বিএসএফ জওয়ানরা নজরদারি চালাচ্ছেন। আয়োজক কমিটির সদস্যদের মতে, প্রতিবছরই মেলার আকার বাড়ছে এবং মানুষের অংশগ্রহণ বেড়ে চলেছে।
ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির এই মিলনমেলা আগামী কয়েকদিন ধরে চলবে। সীমান্তবর্তী পশ্চিম আপতোর আবারও উজ্জ্বল হয়ে উঠেছে উৎসবের রঙে।












Leave a Reply