
আলিপুরদুয়ার, নিজস্বসংবাদদাতাঃ- ফের হাতির হানায় এক মহিলার মৃত্যু ঘটনা সামনে এল ডুয়ার্সের চা বলয় থেকে।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে রামঝোরা চা বাগানে গতকাল রাতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও বীরপাড়ার থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে।
যেটা জানা গিয়েছে গতকাল রাতে এলাকায় হাতি প্রবেশ করে জানতে পেয়ে সবাই ঘর থেকে বের হয়। ঐ সময় বোলো ঝা মহিলা ঘর থেকে বের হয় আচমকা হাতি চলে এহে ঘরের সামনে বোলো ঝা কে আছাড় মাড়ে এই ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ আজ ময়নাতদন্তে পাঠানো হবে।












Leave a Reply