
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে বোমা বা তার উপকরণ বিষয়ে খবর জানানোর জন্য যে হেল্প লাইন নাম্বার চালু করা হয়েছিল তাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা বা বোমার উপকরণের হদিশ মিলছে একের পর এক। ঠিক সেই মতো আজ মুর্শিদাবাদের রাণীনগর ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে চক্র মনিপাড়া গ্রামের সোহেল রানার (৩৬ বছর) বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বাড়ির পরিত্যক্ত স্থান থেকে প্রায় সাত (০৭) টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাহারায় রয়েছে পুলিশ। ঘটনায় ধৃতকে (০৭) দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অপরদিকে রানীনগরের কালিনগর ১ গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বুধুরপাড়া থেকে প্রায় ০৩ টি ও মাঝারদিয়াড় থেকে ৮ তাজা বোমা উদ্ধার করা হয়েছে । উভয় এলাকাই পাহারা দিচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় এই বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।












Leave a Reply