
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি অনুযায়ী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার, এই দিন সকাল সাতটা নাগাদ চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়, এইদিন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,এই দৌড় প্রতিযোগিতা শেষ হয় বিদ্যালয় পর্যন্ত। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে এই দিন জানিয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল। এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মাল, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,সহ-সভাপতি পঞ্চায়েত সমিতির সিরাজুল পাঠান, এলাকার বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে প্রথম হয়েছে সুস্মিতা হেমব্রম,দ্বিতীয় হয়েছে চাঁদমনি হেমব্রম,তৃতীয় হয়েছে সারনা টুডু,এই তিনজন খসলা হাই স্কুলের ছাত্রী,এছাড়াও ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে নয়া বসত পার্বতীময়ী শিক্ষানিকেতনর ছাত্র সুজয় ঘোষ, দ্বিতীয় হয়েছে সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সূর্য মল্য,তৃতীয় হয়েছে কিয়ামাচা হাইস্কুলের ছাত্র প্রণব মাল,জানা গিয়েছে এই প্রতিযোগিতায় এই দিন ১৫০ ছাত্র-ছাত্রীজন এই দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে।












Leave a Reply