
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছত্রিশগড়ের রায়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার তিন পরিযায়ী শ্রমিকের,
ঘটনার উৎপত্তিস্থল ছত্রিশগড়ের রায়পুর । ফুলের কাজে গিয়েছিলেন পিংলা এলাকার চারজন পরিযায়ী শ্রমিকেরা যাদের বাড়ি পিংলা থানার অন্তর্গত খিরাই অঞ্চলের বাড়পুরি গ্রামে । আজ সকালে বাড়পুরি গ্রামে শ্রমিকদের দেহ এলে পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়ে। এমন মর্মান্তিক ঘটনায় গ্রামের মানুষ জন খুবই মর্মাহত হয়ে পড়েন। পরিবার পরিজনদের কান্নায় মুহূর্তের মধ্যে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় গ্রামের স্বাভাবিক জীবন যাপন। গ্রামবাসীদের সহযোগিতায় দেহ গুলি নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য শ্মশানে। চারটি পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। কারো পরিবারে রয়েছেন বাবা-মা বোন, কারো পরিবারে স্ত্রী পাঁচ বছরের শিশু, আবার কারো পরিবারের রয়েছে দু বছরের শিশু ও স্ত্রী। মূলত পরিবারের আয়ের উৎস ছিল মৃত শ্রমিকরাই। অকালে এভাবে একই গ্রামের এতগুলো প্রাণ চলে যাওয়ায় স্তম্বিত গ্রামবাসী । মৃতেরা হলেন যথাক্রমে পঙ্কজ সিং আনুমানিক বয়স ২৮, মনোরঞ্জন সিং আনুমানিক বয়স ৩১, প্রশান্ত ধাড়া আনুমানিক বয়স ২২, এছাড়াও গুরুতর আহত অবস্থায় ছত্রিশগড়ের রায়পুরে ভর্তি রয়েছেন এক জন নাম শুভাশিস চক্রবর্তী বয়স আনুমানিক ৪৩। সূত্রে মারফত খবর এই ঘটনা পরিপেক্ষিতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির পাশে স্থানীয় প্রশাসন সমস্ত রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।












Leave a Reply