বালুরঘাটে শুরু মালদা বিভাগের পাঁচ দিনব্যাপী বিনোদিনী নাট্যউৎসব ২০২৫।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগের মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চাকেন্দ্রের আয়োজনে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বালুরঘাটের রবীন্দ্রভবনে আজ ২৬শে নভেম্বর বুধবার থেকে আগামী ৩০শে নভেম্বর রবিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী মালদা বিভাগের বিনোদিনী নাট্যউৎসব ২০২৫ শুরু হলো। পাঁচ দিনব্যাপী এই নাট্যউৎসব প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে শুরু হবে এবং প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। নাট্যউৎসব উপলক্ষে আজ বিকেলে রবীন্দ্রভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রভবনে এসে সমাপ্ত হয়। আজকে সন্ধ্যায় রবীন্দ্রভবন মঞ্চে দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র মঙ্গলদীপ প্রজ্জলন করে নাট্যউৎসবের শুভ সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *