
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গ ভারতের বিভিন্ন রাজ্যে লেবু চাষে করার জন্য কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পে গবেষণার কাজ চলছে। আর সেই গবেষণার সফল হয়েছেন বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কিরণ সুনার। বিগত প্রায় তিন বছর ধরে লেবু চাষে মাইক্রোবায়োলজি ব্যবহার এবং রাসায়নিক সার ছাড়া জৈবিক সারের ব্যবহার করে কি করে টেকসই উন্নয়ন আনা যায় এবং লেবু চাষে বিপ্লব আনা যায় তারই গবেষণা করেছেন এই গবেষক। আর সেই গবেষণাতেই স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক স্তরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়েছে, বুধবার দুপুরে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান অশোক মিত্র এবং ওয়ার্ড কাউন্সিলর মিতা নন্দি উপস্থিত ছিলেন কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।












Leave a Reply