
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত নদীমাতৃক দেশ।তবে যে নদীকে আমরা মা হিসেবে দেখি।সেই পবিত্র নদীকেই আমরা নিয়মিত দূষণ করে থাকি।আর এই দূষণের কারণে একদিকে হচ্ছে দূষণ অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে।সব মিলিয়ে নদীকে রক্ষা করতে হলে প্রয়জন হলো সচেতনতা।সাধারন মানুষ সচেতন না হলে মানুষের দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।তাই ভারত সরকারের “নমামী গঙ্গা ” প্রকল্পে সচেতনতায় নেমেছে ডারা ভারত জুড়ে।আর এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রনে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমমী গঙ্গা,রাজ্য সরকারের SMCGWB প্রকল্পের অধিনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহায়তায় এক সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং মহিলা কবাডি প্রগিযোগিতার আয়োজন করা হয়।মূলত এদিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণে নদে দূষণ না করে, সেই বার্তা দেওয়া হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ,জয়েন্ট নিশান বড়ুয়া বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না,নমমী গঙ্গা প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলার কেলা আধিকারিক শুভ সিনহা রয় এছাড়াও ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।












Leave a Reply