
মালদা, নিজস্ব সংবাদাতা:—-মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের একাংশের। বিক্ষোভকারীদের অভিযোগ, মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকেই অস্থায়ী কর্মীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। ১৩৫ জন অস্থায়ীকর্মীর মধ্যে প্রায় ৪০ জন কর্মীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। সেই সঙ্গে চারজনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্ম বিরতিতে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা। এদিকে এই কর্ম বিরতিতে কর্মক্ষেত্রে কোন প্রভাব পড়ে নি। আমরা কোম্পানিকে বিষয়টি জানিয়েছি তারা দেখছেন বিষয়টি জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর।












Leave a Reply