
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষিকা ও সাহিত্যিক শিখা মহন্ত সাহা চৌধুরী বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হওয়ার পর থেকেই ওই ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি মানুষের সেবায় সর্বদা কাজ করে চলেছেন, পৌর প্রতিনিধি হওয়ার পর তারই প্রচেষ্টাতে ওই ওয়ার্ডের আত্রেয়ী খাঁড়িতে নিরঞ্জনের ঘাট তৈরী, একটি প্রাচীন পুকুরের ঘাট তৈরি, ওয়ার্ডে দুটি বৈদ্যতিক বাতি সহ তোরণ তৈরীর পাশাপাশি কমিউনিটি হল তৈরী করেছেন। বাঁধের ধারের কিছুটা অংশ বাধাই করেছেনপ্রসঙ্গ সাত নম্বর ওয়ার্ড থেকে আত্রেয়ী খাঁড়ির উপর ফুট ব্রিজ দিয়ে সহজে যাতে ছয় নম্বর ওয়ার্ডে মেন রাস্তাতে আসার জন্য রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের কাছে আত্রেয়ী খাঁড়ির উপর ফুট ব্রিজ তৈরীর প্রস্তাব দেন। সেই প্রস্তাব মন্ত্রী বিপ্লব মিত্রের মাধ্যমে সরকারের কাছে যায়। সরকার পক্ষ আত্রেয়ী খাঁড়ির উপর দিয়ে সাত নম্বর ওয়ার্ড থেকে ছয় নম্বর ওয়ার্ডে আসার ফুট ব্রিজ তৈরীর সম্মতি দিয়েছে। আগামীতে বালুরঘাট পৌরসভার উদ্যোগে ও পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরীর প্রচেষ্টায় ফুট ব্রিজ তৈরীর কাজ শুরু হবে। শিখা মহন্ত সাহা চৌধুরীর প্রচেষ্টায় ওই ওয়ার্ড এবং ওয়ার্ডের রাস্তাঘাট সব সময় পরিষ্কার ও নির্মল থাকে। এই বিষয়ে পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার ওয়ার্ডের প্রতিটি মানুষই খুবই সচেতন, ওয়ার্ডবাসী তাদের ওয়ার্ডকে পরিষ্কার ও নির্মল রাখার বিষয়ে সর্বদা সচেষ্ট থাকেন। এইজন্য তিনি তার ওয়ার্ডবাসীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।












Leave a Reply