
মালদা, নিজস্ব সংবাদদাতা:– পুরাতন মালদা পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে জরুরি বৈঠক, কড়া নির্দেশ পুরসভা কর্তৃপক্ষের
পুরাতন মালদা পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। শনিবার দুপুর একটা নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা। এছাড়াও পুরসভার ২০টি ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীরাও উপস্থিত ছিলেন।জানা গেছে, বিগত কিছুদিন ধরে শহরের একাধিক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ছিল। ঠিক মতো আবর্জনা পরিষ্কার না হওয়ায় এই সমস্যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় পুরসভা কর্তৃপক্ষের কাছে। সেই কারণেই পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে সাফাই কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের সমস্ত এলাকা পরিষ্কার রাখতে হবে। বিশেষভাবে জানানো হয়েছে, সকাল ১০টার মধ্যে—স্কুল খোলার আগেই—পুরো শহর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি, কোন ওয়ার্ডে কতজন সাফাই কর্মী রয়েছেন, কোথায় কী কী সমস্যা রয়েছে—সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোথাও কর্মীর ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।
বৈঠক থেকে সাফাই কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেওয়া হয়েছে শহরকে পরিচ্ছন্ন রাখতে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।












Leave a Reply