
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৪ নম্বর ওয়ার্ডে নর্দমা নির্মাণের সূচনা করেন চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট পৌরসভায় নতুন যোগ হয় ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড। বহু প্রতীক্ষিত ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার পাশে নর্দমা নির্মাণকাজের শুভ সূচনা হলো এদিন, যেখানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর, স্থানীয় বাসিন্দা সহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’—রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের আওতায় কিছু মাস আগে এলাকার মানুষ যৌথভাবে পৌরসভার কাছে রাস্তা সংস্কারের আবেদন জানান। সাধারণ মানুষের সেই দাবি পৌঁছে যায় রাজ্য সরকারের কাছে, এবং তার পরই বরাদ্দ হয় প্রয়োজনীয় অর্থ। ৯ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে এই নর্দমা নির্মাণের খরচ বলে জানান তিনি।












Leave a Reply