ওল গাছে আশ্চর্য্য জনক ফুল!

0
1911

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –ওল গাছে ফুল!আশ্চর্য হলেও বাস্তব সত্যি। আর ওল গাছে এমন রঙীন ফুল ফুটেছে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েতের চোরাডাকাতিয়া গ্রামের এক্তার মোল্ল্যার বাড়ির বাগানে।ওলগাছের এমন আশ্চর্যজনক রঙীন ফুল দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজীর হচ্ছেন শয়ে শয়ে মানুষ।এক্তার মোল্ল্যা গত দুমাস আগে প্রায় একবিঘা জায়গায় বেশকিছু ওলের বীজ লাগিয়েছিলেন।চারাগাছ বেশ সুন্দর হয়েছে।আম্ফান ঝড়ের পর সোমবার সকালে গিয়েছিলেন বাগান দেখতে।বাগান দেখতে গিয়ে তাঁর নজরে পড়ে ওলগাছে বিশাল বড় একটি রঙীন ফুল ফুটে রয়েছে বাগান আলো করে।

এক্তারের কথায় প্রথম দিকে ফুল টি দেখে ভয় পেয়ে গিয়েছিলা। ভাবছিলাম স্বপ্ন দেখছি না তো!পরে হাত দিয়ে দেখি সত্যি সত্যি ওল গাছে ফুল ফুটেছে।তবে ওল খাছের কোন পাতা নেই। শুধুমাত্র ফুল রয়েছে।
উল্লেখ্য গত প্রায় মাস পাঁচেক আগেই বাসন্তী ব্লকের জনৈক দুলাল দাসের বাগানে কুমড়ো ফুল ফুটেছিল। তবে কুমড়ো ফুলের রঙছিল ধবধবে সাদা।সেই সময় কুমড়ো ফুল দেখার জন্য প্রচুর মানুষ ভীড় জমিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here