সাহিত্য বেদনা : অতনু ভট্টাচার্য। By sobkhabaradmin - June 30, 2020 0 753 Share on Facebook Tweet on Twitter বস্তুর নিঃসঙ্গতাকে তুমি বােঝাবে কিভাবে এই যে ঘটা করে সি-ডি প্লেয়ার ঢুকলাে বাড়িতে পুরনাে টেপরেকর্ডারটা বাতিল হয়ে ঘরের কোণায় চলে গেলাে। আর একদিন রাতে হঠাৎ তার দিকে চেয়ে কেন গড়ালাে কিছু বেদনা ঘরের চারটি দেওয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল