ধারাবাহিক ও ওয়েব সিরিজ পরিচিতি দিলেও লেখক সত্তার স্বীকৃতি দিয়েছে ফেইসবুক এর পাঠক রাই :অনুরাগ দাশগুপ্ত।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ-বাংলা ধারাবাহিক ও সিরিজের সংলাপ লিখে দর্শক মহলে পরিচিত মুখ অনুরাগ দাশগুপ্ত তাঁর সাম্প্রতিকতম সাক্ষাৎকারে লেখক সত্তার স্বীকৃতি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফেইসবুক এর পাঠকদের কাছেই। তাঁর কাছে সংলাপ রচয়িতার সত্তার চাইতে লেখক সত্তা যে বেশী গুরুত্বপূর্ণ তা অকপটে স্বীকার করেনেন লেখক। ওয়েব সিরিজের সংলাপে ব্যবহৃত ব্যাপক বাংলা খিস্তি এবং দ্বার্থ বোধক ভাষার ব্যবহার তাঁকে জনপ্রিয়তা প্রদান করলেও সেটা নিছক ই দর্শকের চাহিদাপূরণের মাধ্যম এবং কোনো সাহিত্য সৃষ্টি নয় মেনে নিয়েছেন লেখক ,যদিও বাংলা সাহিত্যের আদি থেকেই খিস্তি এবং দ্বার্থ বোধক ভাষার ব্যবহার এর দৃষ্টান্ত রয়েছে কিন্তু ওয়েব সিরিজ গুলি তে কোনোরকম সেন্সরসিপ না থাকায় সেগুলি তে ভাষার ব্যবহার অনেকবেশী অশ্লীল এবং দর্শকের চাহিদা মেটাতে তার মতো অন্য সংলাপ লেখকরা ও সে ভাষার প্রয়োগ করে থাকেন। ওয়েব সিরিজের পাশাপাশি ফেসবুকের তার শাশুড়ি বৌমা সিরিজের জনপ্রিয়তার প্রসঙ্গে লেখক বলেন লিটল ম্যাগাজিনের পাশাপাশি ফেইসবুক ও কোনো নতুন সৃষ্টি কে পাঠক অবধি নিয়ে যাওয়ার শক্তিশালী মাধ্যম,যদিও এখানেও পাঠকের চাহিদা অনেক সময় ই প্রভাবিত করে লেখককে ,তাই তার শাশুড়ি বৌমা সিরিজে বৌমা দের আধিপত্য ই বেশী কারণ এখনো ফেইসবুক ব্যবহার বৌমা রা ই এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *