কৃষক : উজ্জ্বল সামন্ত।

0
629

রক্ত নোনা ঘাম হয়ে ঝরে রুক্ষ মাটির বুকে
কৃষকের রক্তের ফসল অন্ন হয়ে মুখে ওঠে
হাড়ভাঙা খাটুনির জোড়ে দু’মুঠো অন্ন জোটে
সংসারে অভাবের করুুুুণ সুর সকাল সাঁঝে বাজে

দাদন নিয়ে চাষ করে নেই ফসলের ন্যায্য দাম
দাদনের সুদ পারদ চড়িয়ে ফোরের ভর্তি গুদাম
সার কীটনাশকের মূল্যবৃদ্ধি প্রকৃতিও কখনো বিরূপ
কখনো কাটা ধান মাঠে ভেজে কখনো কীটপতঙ্গের উপদ্রব

প্রচ্ছন্ন বেকারত্ব কৃষিতে খোঁজে কর্মসংস্থান
শিল্প কলকারখানা তো প্রায় বন্ধই
অতিবৃষ্টি অনাবৃষ্টিতে সোনার ফসল মাঠেই নষ্ট
আশায় বাঁচে চাষা বা আশায় মরে চাষা উপমা কতটা সত্য
কৃষকের আত্মহত্যা খবরের শিরোনামে বার্তা কি শুধুই তথ্য ?

কৃষক নেমেছে আন্দোলনে অনাহারে কাটে রাস্তায়
ভূমিপুত্ররাও দেশের নাগরিক এরাই সোনার ফসল ফলায়
ন্যায্য দাবি আদায় হবে ধরনায় বসে এটা কি ভাবা যায়!
কি হবে ? কৃষক যদি মাঠ ছেড়ে নাঙ্গল চালায় রাস্তায়…