পোশাক বিভ্রাট : উজ্জ্বল সামন্ত।

পোশাক যদি লজ্জা ঢাকে সম্ভ্রম ঢাকবে কিসে
সুতোই কি ঠিক করবে সম্মান অসম্মানের ফারাক কে
শিশু তো অবোধ ফুলের মত নিষ্পাপ সহজ-সরল
তার উপর যৌন অত্যাচারে সমাজের অন্ধকার গরল

কায়মনোবাক্যে প্রার্থনা কন্যারা থাকুক অজন্মা
অবলা শরীরে সুতো থাকলে নিগ্রহ বলে গণ্য হবে না
চামড়ায় স্পর্শ ঠিক করে দেয় শ্লীলতাহানির সংজ্ঞা
আবৃত পোশাকে শিশুকন্যার বুকে হাত দিলেও পস্কোয় লবডঙ্কা

মহামান্যের এই আদেশে শিশু যৌনাচার কি ক্রমশ বাড়বে না?
অপমানের রূপ পাল্টে আগামীতে আরো অন্ধকার নামবে না!
কোন ভরসায় থাকবে নিশ্চিন্তে শিশুকন্যা নাবালিকা কে বাইরে পাঠিয়ে
ইজ্জত সম্মানের দুশ্চিন্তায় বাবা মা র মন থাকবে কুঁকড়ে

প্রতিবাদ যদি এখন না হয় তবে আর কখন হবে?
কালো ব্যাচ মোমবাতির মিছিল আগামীতে দীর্ঘ হাঁটবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *