আমি সেই মেয়ে : জয়া মজুমদার।

আমি সেই মেয়ে,
যে একদিন নিজের থেকে বেশি ভরসা আর বিশ্বাস করেছিলো তোমাকে।
আমি সেই মেয়ে,
যে তোমার হাত ধরে সবাইকে ছেড়ে চলে এসেছিলো তোমার ঘরে,তোমার সাথে সংসার করবে বলে।
আমি সেই মেয়ে,
যাকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারোনি।
আমি সেই মেয়ে,
যে রাত পর রাত অপেক্ষা করতো তোমার জন্য।
তুমি কোনোদিন উপলব্ধিও করতে পারোনি তার ভালবাসাকে।
আমি সেই মেয়ে,
যার ভাগ্যে জুটেছিল অবহেলা আর অত্যাচার।
আমি সেই মেয়ে,
যাকে তুমি বিক্রি করে দিয়েছিলে
বেস্যা পট্টিতে টাকার লোভে।
আমি সেই মেয়ে,
যে রোজগার করে নিজের শরীর বেচে।
আমি সেই মেয়ে,
যার শরীর এখন তোমার মতো ভদ্রলোকেদের মনোরঞ্জন করে।
আমি সেই মেয়ে,
যে নিজেকে চড়া মেক আপে সাজিয়ে রাখে।
আমি সেই মেয়ে,
যে এখন অবলীলায় তার পরনের কাপড় পরপুরুষের সামনে খুলে শরীর নিয়ে খেলায় মেতে ওঠে।
আমি সেই মেয়ে,
যে এখন মদ্যপানে অভ্যস্ত।
আমি সেই মেয়ে,
যার সারা শরীরে এখন আঁশটে গন্ধের পরিবর্তে মদের গন্ধ থাকে।
আমি সেই মেয়ে,
যার মুখ দিয়ে বেরোয় সিগারেটের ধোঁয়া
আমি সেই মেয়ে,
যার শরীরের ওপর হাজার বাবুর ছোঁয়া
আমি সেই মেয়ে,
যার কাছে আজ তুমি এসেছো তোমার মনোরঞ্জনের জন্য।
আমি সেই মেয়ে,
যাকে তুমি মিথ্যে ভালোবাসার অভিনয় করে ঠকিয়েছো।
আমি সেই মেয়ে,
যার সাথে তুমি এক বিছানায় শুতে একসময় ঘেন্না করতে।
আমি সেই মেয়ে,
যার শরীরের আঁশটে গন্ধ তোমার অসহ্য লাগতো।
আমি সেই মেয়ে,
যার সাথে তুমি অবলীলায় আজ কাটালে সারাটা রাত।
আমি সেই মেয়ে,
যাকে তুমি তোমার ইচ্ছে মতোন ভোগ করলে।
চিনতে পারো আমায়??
নাকি এখনো পারলে না??
হ্যাঁ আমিই সেই মেয়ে,
যাকে তুমি বেশ্যালয়ে ছেড়ে দিয়ে গিয়েছিলে কয়েক বছর আগে।
ভাগ্যের কি পরিহাস!!
আজ সেই তোমাকে আসতে হলো আমার কাছে।
তোমাকে সেই আমার শরীর নিয়েই কাটাতে হলো রাত!!
অথচ স্ত্রীর মর্যাদায় নয়, কাটালে এক বেশ্যার সাথে বেশ্যালয়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *