ভাষা যখন বাংলা : বৈশাখী দাস।

0
313

উচ্চারণের আদিতে আমার ঠোঁট ছুঁয়ে
যে ভাষা প্রথমা,
সম্বোধনে লেগে থাকে যার আন্তরিক উষ্ণতা…
শুধু সৌজন্যে নয়,
ভয়ে-আনন্দে-চমকে কিম্বা
প্রতিটি আনমনা সাড়াতেও
যে বেজে ওঠে একাত্ম অনুভবী সরগমে …,
সে ভাষাই তো নিয়েছে মাতৃত্বের গুরুভার!
….দিয়েছে আত্মিক পুষ্টি!
আমি মনে রাখছি না মানচিত্রের সীমারেখা।
আমি ভুলে যেতে চাইছি কাঁটা তারের ক্ষত।
আমি লক্ষ সেলাম,নিযুত প্রণাম লিখছি
রফিক জব্বার বরকত সালাম শফিউল
নামের পাশে….
‘ভুয়ো অহং’ এর বিদেশী জোব্বাটা না হয়
এবার খুলেই ফেলি…
কিছু বাংলা বাতাসের স্বস্তি পাক ক্লান্ত ফুসফুস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here