বন থেকে বনান্তরে ভেসে আসে আজো সেই নাম …..
ওদের রক্তে রাঙানো একুশ তোমায় সেলাম !
উৎসর্গিত একুশ মানেই শোকস্তব্ধ সে দিন ,
একুশ মানেই ওদের কাছে রয়ে গেছে শতকোটি ঋণ !
একুশ মানেই প্রতিবাদী ঝড়ে বাংলা মায়ের জয় ….
একুশ মানেই বাঙালির প্রাণ আজো বাংলায় কথা কয় ৷
একুশ মানই মৃত্যুকে মেরে ফিরে আসে বার বার…..
একুশ মানেই রফিক সালাম বরকত জব্বার ।
Leave a Reply